প্রাইম ডেস্ক »
ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় তিনি। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৭৪.৩৩ গড়ে লিটনের সংগ্রহ ২২৩ রান। দারুণ পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন লিটন। ওয়ানডে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৩২ নম্বরে।
দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। সিরিজে তিন ম্যাচে ৯৬ রান করা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন ১৩ নম্বরে। অধিনায়ক তামিম ইকবালও দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৩ নম্বরে। সাকিব আল হাসান রয়েছেন যথারীতি ২৫ নম্বরে।
এক ধাপ এগিয়ে ৩৮ নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজে তিন ম্যাচে অফস্পিনে তার প্রাপ্তি ৩ উইকেট। এখানে দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান।