প্রাইম ডেস্ক »
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বায়োপিক বা জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান ঢাকাই নায়িকা পরীমনি। সংবাদমাধ্যমকে জানান, তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ দেখেন পরীমনি। মূলত তার অভিনীত সিনেমা ‘মুখোশ’ এর প্রচারণরা অংশ হিসেবেই স্টেডিয়ামে গিয়েছেন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
সাকিবের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কেউ (পরিচালক) যদি আমাকে নক করেন, তাহলে অবশ্যই করব।’ সাকিব আল হাসান নিজেই অনেক বিজ্ঞাপনে অভিনয় করেন। তার সঙ্গে অভিনয় করতে চান কি-না জানতে চাইলে পরীর জবাব, ‘ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’
‘মুখোশ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও পরীমনি। শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। তবে তাকে দেখা যায়নি ক্রিকেট মাঠে।
এদিকে মুক্তির আগে গতকাল (২ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘মুখোশ’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির অন্যতম প্রযোজকও পরিচালক।