বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeমুল পাতাদুদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ, এটা আমাদের সৌভাগ্য : ড. রাজিব রঞ্জন

দুদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ, এটা আমাদের সৌভাগ্য : ড. রাজিব রঞ্জন

প্রাইম ডেস্ক »

মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ৩৯ বছর পূর্তিতে নাট্য উৎসবে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন বলেছেন,রবীন্দ্র নাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের ভাষা ও সংস্কৃতিকে বিশ্বজনীন উচ্চতায় উন্নীত করেছেন। তিনি সৃষ্টিকর অনন্য ও কীর্তিতে ধ্রুবতারার মতো অনন্তকাল জ্বলজ্বল করবেন। আমাদের সৌভাগ্য দুদেশের জাতীয় সঙ্গিত রচয়িতা একমাত্র তিনিই। এমন প্রতিভার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

শুক্রবার নগরীর থিয়েটার হলে দুই দিন ব্যাপী নাট্য উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

টিআইসির উম্মুক্ত মঞ্চে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন সন্ধ্যায় দলের প্রধান সুচরিত খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ফরিদ মাহমুদ।এসময় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া,জেলা শিল্পকলা একাডেমির কার্লচারার অফিসার মোসলেম উদ্দিন শিকদার,চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু,মো. আলী টিটু,সুচরিত চৌধুরী টিটু,দীপক চৌধুরী,প্রমা আবন্তী ও মো. রাজব।
আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, মার্চ মাস স্বাধীন বাঙালি জাতিসত্তার হিরন্ময় অর্জনের মাস। এ মার্চেই ৭ মার্চের ভাষণ, হাজার বছরের বাঙালি বঙ্গবন্ধুর জন্ম-আবির্ভাব এবং বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ বলেন, বাঙালির ভাষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত সত্যি।এর বাইরে যারা রাজনৈতিক চর্চা করেন তা নিছক মিথ্যা।
পার্থ প্রতিম মজুমদারের উপস্থাপনায় আবৃত্তি করেন বাচিক শিল্পী রাশেদ হাসান,মিলি চৌধুরী,কঙ্কন দাশ,প্রনব চৌধুরী,ফারুক তাহের,নৃত্য পরিবেশন করে ওডিসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট,মুকাভিনয় পরিবেশন করে প্যান্টামাইস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিআইসি মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্র নাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ডাকঘর। সুরচিত খোকন নির্দেশিত এই নাটকে মঞ্চমুকুটের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা