প্রাইম ডেস্ক »
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাদের হামলার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৭০৭ জন। যদিও প্রকৃত সংখ্যা সম্ভবত ‘যথেষ্ট বেশি’। শনিবার জাতিসংঘের একটি পর্যবেক্ষণ মিশন এ তথ্য জানিয়েছে।
হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের
ইউক্রেনে তুমুল লড়াই চলছে এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। এছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনও নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহত সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।
এদিকে শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতি বা মানবিক করিডরের ঘোষণা- কোনোটিই মানছে না। শহর দুটিতে হামলা অব্যাহত রয়েছে। ওএইচসিএইচআর বলছে, ভোলনোভাখা শহরে শত শত মানুষকে হতাহত করার অভিযোগ উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযান শুরুর পর দেশটির সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বলে জানা গেছে।