বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeমুল পাতাচাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

চাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রাইম ডেস্ক »

কক্সবাজারে আপন চাচাকে হত্যার দায়ে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত। বাগবিতণ্ডার জেরে কক্সবাজারে আপন চাচাকে অপহরণের পর হত্যার দায়ে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। একই রায়ে আরেকজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এ ঘটনার প্রায় ছয় বছর পর রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক এ রায় দেন।

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নুরুল হুদা বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসেন মানিক, ইব্রাহিম মোস্তফা কাইয়ুম। মামলার অপর দুই আসামির মধ্যে মোহাম্মদ সোহায়েতকে যাবজ্জীবন এবং সাফায়াতকে বেকসুর খালাস দেওয়া হয়।দণ্ডিতদের মধ্যে আসামি আবু বক্কর সিদ্দিক ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩০ জুন রাতে নুরুল হুদাকে অপহরণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২ জুলাই চকরিয়া থানায় মামলা করেন নিহতের ছেলে মোহাম্মদ শাহজাহান। ১২ জনের সাক্ষ্য শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়