প্রাইম ডেস্ক »
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আতঙ্কিত সারা বিশ্বের মানুষ। দেশটির রাজধানী কিয়েভের মানুষ ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করছে। কিন্তু, এমন পরিস্থিতিতেও মনোবল ধরে রেখেছে তারা। এরই মাঝে কিয়েভের একটি যুদ্ধক্ষেত্রে একটি বিয়ের ছবি ভাইরাল হয়ে পড়েছে।
রবিবার এনবিসি নিউজের প্রধান বৈদেশিক প্রতিনিধি রিচার্ড এঞ্জেল তার অফিসিয়াল টুইটার একাউন্টে লিখেনঃ
“রাশিয়ান বাহিনী কিয়েভ শহরের আরও কাছাকাছি। এমন সময়ে কিয়েভের একটি যুদ্ধময়দানে এক অনুষ্ঠানে ওলেসিয়া (কনে) আজ বিয়ে করেছেন।”
ওই টুইটে ওলেসিয়ার একটি ছবিও পোস্ট করেছেন রিচার্ড এঞ্জেল। ছবিটিতে দেখা যায়, ব্যারাকে সেনা পোশাক পরিহিত ওলেসিয়াকে মাথায় মিলিটারি টুপি পরিয়ে তার বর বরণ করে নিচ্ছেন আর ফুলের তোড়া হাতে ওলেসিয়া হাসিমুখে তাকিয়ে রয়েছেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করছেন এবং সেখানে বেশিরভাগ মন্তব্যকারীই ইতিবাচক মন্তব্য করছেন।
ওই ছবির সাথে ‘ওয়ারশ বিদ্রোহ’ এর অন্য একটি ছবির মিল খুঁজে পেয়েছেন জন গোটাস্কি৷ তিনি লিখেছেন, “ছবিটা আমাকে খুব নাড়া দিয়েছে। ওয়ারশ রাইজিং মিউজিয়াম ১৯৪৪ সালের ওয়ারশ বিদ্রোহের সময় এক দম্পতির অনুরূপ বিয়ে করার একটি ছবি দেখেছিলাম। আমার যদ্দূর মনে পড়ে, ওই দম্পতি বেঁচে ছিলেন এবং শিকাগোতে দীর্ঘদিন জীবনযাপন করেছিলেন। এই দম্পতির জন্যও শুভকামনা।”
জানেট ট্রেমেইন নামে একজন লিখেছেন, “তাদের চমৎকার এই বিবাহ দীর্ঘ হোক। দাম্পত্য সুখী হোক।” ক্রিস্টি কনরাড নামে অন্যজনের মত- ইউক্রেনীয় জনগণের শক্তি এবং আশাবাদ অনুপ্রেরণাদায়ক।