রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeমুল পাতাঅফিস সহায়ক পদের পরীক্ষা: প্রক্সি দিতে গিয়ে চবি ছাত্রসহ আটক ২

অফিস সহায়ক পদের পরীক্ষা: প্রক্সি দিতে গিয়ে চবি ছাত্রসহ আটক ২

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রসহ দুজন আটক হয়েছেন। শুক্রবার নগরের কোতোয়ালী থানার চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন- চবির নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের রিমন (২৫) এবং অপরজন জালাল উদ্দিন (২৪)। আটক দুজনই নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছেন প্রশাসন।

কেন্দ্রের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম  বলেন, জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে থাকা হাজিরা শিটের ছবির সঙ্গে এক পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গড়মিল পাওয়া যায়। পরে তথ্য ও প্রবেশপত্রের ছবিসহ অন্যান্য তথ্য অনুসন্ধান করে মো. হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে জালাল উদ্দিন নামে একজন প্রক্সি দিতে আসার বিষয়টি ধরা পড়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদের হয়ে প্রক্সি দিতে আসার কথা আমাদের কাছে স্বীকার করেন জালাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়