রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতাপেট্রলবোমা ছুড়তে ড্রোন ব্যবহার করছে ইউক্রেন

পেট্রলবোমা ছুড়তে ড্রোন ব্যবহার করছে ইউক্রেন

প্রাইম ডেস্ক »

রাশিয়ান সেনাদের ওপর ড্রোনে করে পেট্রলবোমা (মলোটভ ককটেল) ছুড়ছেন ইউক্রেনীয়রা। এ পেট্রলবোমা ছুড়তে বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছেন তারা। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এর এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার বিয়ারের বোতল দিয়ে অস্ত্রগুলো বানানো হয়েছে। এটি ব্যবহার করে বেশ উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল ‘ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বিশেষ ধরনের এ ড্রোন ব্যবহার করছে। বার্তা সংস্থা রয়টার্স ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছোড়ার দুটি ছবি প্রকাশ করেছে।

নিউ ইয়র্ক পোষ্টের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো। ড্রোনটিতে চারটি ব্লেড রয়েছে। এতে পেট্রলভর্তি যে বোতল ব্যবহার করা হয়েছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে বিস্ফোরিত হচ্ছে, তা দেখানো হয়নি।

ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা পেট্রল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়