বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeমুল পাতা২১-২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

২১-২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

প্রাইম ডেস্ক »

আগামী ২০ মার্চ মধ্যরাত থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ সময় কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কেনা যাবে। সোমবার (১৪ মার্চ) রেলভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বর্তমানে ১০৪টি আন্তঃনগর ট্রেনের টিকিট ৭৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। যাত্রার পাঁচ দিন আগে ট্রেনের টিকিট কেনা যাবে।

রেলমন্ত্রী বলেন, “২০০৭ সাল থেকে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস) লিমিটেড অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কাজটি করছে। তাদের সাথে আমাদের শেষ চুক্তিটি ছিল ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য।”

মন্ত্রী আরও বলেন, “তাদের সাথে সব মিলিয়ে ১৫ বছর মেয়াদী চুক্তি ছিল যা আগামী ২০ মার্চ শেষ হতে যাচ্ছে। তাই নতুন টেন্ডার ইস্যু করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সহজ এই কাজটি পেয়েছে।”

গত ১৫ ফেব্রুয়ারী সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র সাথে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।

নূরুল ইসলাম বলেন, “মানুষকে আরও ভালো সেবা দেয়ার উদ্দেশ্যে আমরা নতুন কোম্পানীকে দায়িত্ব দিয়েছি। কারণ রেলওয়ের টিকেট বিক্রিতে স্বচ্ছতা আনা ও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য।”

চুক্তি অনুযায়ী, সহজ আগামী ১৮ মাস আগের সার্ভারের মাধ্যমেই (রেলওয়ের নিজস্ব সার্ভার) কার্যক্রম পরিচালনা করবে। এরপরে প্রয়োজন হলে টিকিটিং সিস্টেম পরিবর্তন করা হবে এবং নতুন সার্ভার তৈরি করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়