প্রাইম ডেস্ক »
দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রায়ই জনপ্রিয়তার দিক থেকে স্বামীর সঙ্গে টক্কর দেন তিনি। এবার নতুন রূপে হাজির হয়েছেন সাকিবপত্নী শিশির।
গত ৮ মার্চ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে ইয়ামাহা মোটরসাইকেলের ফটোশুটের সেটে দেখা যায় শিশিরকে। এর আগে তাকে তেমন কোনো বিজ্ঞাপনের পাতায় দেখা যায়নি। তবে এবার কী ইয়ামাহার ব্যানারে সাকিব-শিশিরকে একসঙ্গে দেখা যাবে? এ নিয়ে ভক্তদের মনেও রয়েছে জল্পনা।
প্রসঙ্গত, গত ২ বছর ধরেই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন সাকিব আল হাসান। এরই অংশ হিসেবে গত পহেলা মার্চ তিনি তেজগাঁও শিল্পাঞ্চলে ইয়ামাহা বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।