প্রাইম ডেস্ক »
আগামী জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ জুন। ৫ জুন পাকিস্তানে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।
২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই তিন ম্যাচের সিরিজটা হবার কথা ছিলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে ওয়ানডে সিরিজটি দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়।
ওয়ানডে সিরিজ স্থগিতের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।
এই সিরিজটি বায়ো-বাবলের মধ্যে খেলা হবে কি-না বা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে কি-না, এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি পিসিবি।
এদিকে, ২০২৩ সালের শুরুতে আবারও পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। তবে সিরিজের সূচি এখনও চুড়ান্ত হয়নি।
গত এক দশকের মধ্যে এ বছর ঘরের মাঠে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তিনটি টেস্ট খেলেছে অসিরা। এখন বাকী তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
বছরের শেষ দিকে, পাকিস্তান সফর করার কথা রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলেরও।