বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
spot_img
Homeমুল পাতাকক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে বিষধর সাপ

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে বিষধর সাপ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এসেছে ইয়েলো বেলিড সি প্রজাতির বিষধর সামুদ্রিক সাপ। এ নিয়ে এক সপ্তাহে জোয়ারের পানিতে তিনটি সাপ ভেসে এলো। এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা, বাকি দু’টি সাপকে বালিচাপা দেওয়া হয়েছে।

জল ও স্থলের সর্বাধিক বিষাক্ত সাপগুলোর একটি হচ্ছে এ ইয়েলো বেলিড সি সাপ।

বুধবার (৫ জুন) কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড সি স্নেক। মে মাসের শেষের দিকে ভেসে আসে একই প্রজাতির আরও দু’টি সাপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপটির মাথা লম্বা-আকৃতিতে দেহ থেকে ভিন্ন। শরীরের উপরিভাগের অর্ধেক কালো, গাঢ় নীলাভ ও বাদামি রঙের। নিম্নাংশ হলুদাভ। পুরোটা দেখে মনে হতে পারে রঙিলা কোনো বিশেষ বস্তু। আসলে এটি বিষাক্ত ‘ইয়েলো বেলিড’ সাপ। যাদের বসবাস প্রশান্ত মহাসাগরের পানির ওপরের স্তরে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, হলুদ-পেটযুক্ত বা ইয়েলো বেলিড সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের একটি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, বিষধর সাপের বিষয়ে পর্যটকদের বিভিন্নভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। বিচ কর্মীরা মাইকিং করছে, হোটেল ও সৈকতের প্রবেশদ্বারের ডিজিটাল ডিসপ্লেতে নানান নির্দেশনা দেওয়া হচ্ছে। যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে, তাই এ ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়