প্রাইম ভিশন ডেস্ক »
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সরকার দলীয় সংগঠনের বলে জানা গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।