শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeমুল পাতাযে কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুবর্ণা মুস্তাফা

যে কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুবর্ণা মুস্তাফা

প্রাইম ডেস্ক »

কপালে টিপ পরায় ঢাকায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

৩ এপ্রিল রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

নারী শিক্ষককে টিপ পরার জন্য হয়রানির অভিযোগ উঠেছে যে পুলিশ সদস্যের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই অভিনেত্রী ও সংসদ সদস্য।

সুবর্ণা মুস্তাফা বলেন, “আমি মনে করি দল-মত-নির্বিশেষে বাংলাদেশের জন্য, বাংলাদেশের নারী সমাজের জন্য এটি অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা।”

“ইভটিজিং ঘটনাটা আমরা শুনে এসেছি। বখাটে ছেলেপেলে স্কুলের বাচ্চা মেয়েদের ইভটিজ করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত মাননীয় স্পিকার। কিন্তু আমি যখন দেশের আইন রক্ষাকারী বাহিনীর কাউকে ইভটিজারের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটি ঘটনা,” বলেন তিনি।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না?’

ওই নারী তাকে হয়রানির প্রতিবাদ করলে তাকে অসম্মান করে তুই-তোকারি করা হয়েছে উল্লেখ করে সুবর্ণা মুস্তাফা বলেন, “এ ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয়া হয়, তাহলে আমি অতিসত্বর পদক্ষেপ নেয়ার অনুরোধ করব, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়