প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ২০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এয়ারপোর্ট ইউনিট) নেয়ামুল হাসান। এর আগে, এদিন শারজাহ থেকে আসা জি-৯৫২২ নামে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসা ওই যাত্রীকে সিগারেটসহ আটক করে কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এয়ারপোর্ট ইউনিট) নেয়ামুল হাসান বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ২০০ মিনি কার্টন ইজি ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা আমাদের সহযোগিতা করেন। সিগারেটগুলো ডিএম মূলে আটক করে কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।