মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাযে কারণে এক বছরেই দুই রমজান

যে কারণে এক বছরেই দুই রমজান

প্রাইম ডেস্ক »

খ্রিস্টীয় ২০৩০ সালে এক বছরে দুই রমজান উদযাপন করবে মুসলিমরা। সৌদি আরবের মহাকাশ গবেষক খালিদ আল-জাকাকের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল-আরাবিয়া নিউজ। এর কারণ হলো—ইসলামী হিজরি বর্ষ নির্ভর করে চাঁদের ওপর আর গ্রেগরিয়ান খ্রিস্টীয় বর্ষ নির্ভর করে সূর্যের ওপর। চন্দ্রবর্ষ হয় ৩৫৪ থেকে ৩৫৫ দিনে এবং সৌরবর্ষ হয় ৩৬৫ দিনে।

এতে উভয় বর্ষের ভেতর ব্যবধান হয় ১০ দিনের। এই ব্যবধানের কারণে প্রত্যেক ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে। অতীতে সর্বশেষ ১৯৯৭ সালে এবং তার আগে ১৯৬৫ সালে এমনটি হয়।

আগামীতে ২০৩০ সালের পর ২০৬৩ সালে এক বছরে দুইবার রমজান পাওয়া যাবে। একই কারণে রমজান বিভিন্ন মৌসুমে হয়ে থাকে। প্রত্যেক ৩২ বছর পর পর রমজানের মৌসুম পরিবর্তন হয়। ২০২৮ সালে রমজান হবে মধ্যশীতে। আবার ২০৪৪ সালে রমজান শুরু হবে তপ্ত গ্রীষ্মে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে, হিজরি ১৪৫১ সনের রমজান শুরু হবে ৫ জানুয়ারি ২০৩০ সালে এবং হিজরি ১৪৫২ সনের রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর ২০৩০ সালে। ফলে ২০৩০ সালে মুসলিমরা মোট ৩৬ দিন রমজানের রোজা রাখবে। ১৪৫১ হিজরি সম্পূর্ণ রমজান এবং ১৪৫২ হিজরির ছয়টি রোজা।

তথ্যসূত্র : আল-আরাবিয়া নিউজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়