বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeমুল পাতারেডিসনে চলছে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন

রেডিসনে চলছে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন

প্রাইম ডেস্ক »

কর্মব্যস্ত জীবন, অসহনীয় গরম ও ভিড়ের মাঝে মার্কেট ঘুরে ঈদের কেনাকাটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। তাদের ভোগান্তি নিরসনে এক ছাদের নিচে সব রকমের আয়োজন নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে  তিনদিন ব্যাপী মুন্নু সিরামিকস প্রেজেন্টস গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। গোল্ড স্পন্সর হিসেবে আছে ভেনেটা ফার্নিচার।

চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে  আজ বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ১৬ এপ্রিল শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এই এক্সিবিশন। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে আয়োজনটি।

নতুন আঙ্গিকে ঈদের কেনাকাটা’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাওয়া এ এক্সিবিশনে ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের ৭০টিরও বেশি প্রিমিয়াম ব্র্যান্ড, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও জুয়েলারি এক্সপার্ট এতে অংশ নিচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, চট্টগ্রামবাসীর জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ ও আরামদায়ক করে তুলতে এ আয়োজন। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে এর মাধ্যমে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৯৮ শতাংশই নারী, ফলে এই মেলা পুরো বছরের জন্য একটি গ্রাহক ভিত্তি তৈরি করতে তাদের সাহায্য করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়