প্রাইম ডেস্ক »
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও একটি ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লিগের-নওয়াজ (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ।
সরকার পিটিআইয়ের সাম্প্রতিক টুইটার প্রবণতা প্রকাশ করার পর সোমবার এই মন্তব্য করেন তিনি।
এক টুইট বার্তায় মরিয়াম বলেন, ইমরান খানের আরেকটি মিথ্যা উন্মোচিত হয়েছে, আরেকটি ষড়যন্ত্র উন্মোচন করা হয়েছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে অপবাদ প্রচার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে মিথ্যাচার করা হয়েছিল সেগুলো কয়েকশ মিথ্যা অ্যাকাউন্ট পরিচালনাকারী লোকের কাজ বলেও লেখেন মরিয়াম।
মরিয়াম আরও বলেন, টুইটারে এসব বার্তার নেতৃত্ব দিয়ে ইমরান খান। পিটিআই সরকার থেকে অপরাধী চক্রটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে মরিয়াম বলেছিলেন, পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করতে একটি মিথ্যা প্রচার এবং পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করার প্রবণতা চালাচ্ছে।