প্রাইম ডেস্ক »
কক্সবাজারের রামুর লম্বরীপাড়ায় বাকঁখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। দুইবোনের মৃত্যু পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলো তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। তারা দুজনেই ফতেখাঁরকুল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচ শিশু এক সঙ্গে নদীর পাড়ে খেলা করছিল। এ সময় তারা সবাই অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করলে তাৎক্ষণিক ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও নিহত দুজন ৩ ঘণ্টা নদীতে নিখোঁজ ছিল। এর পর ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি দেখছেন।