রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতানতুন জীবনসঙ্গী কেমন চান তামান্না

নতুন জীবনসঙ্গী কেমন চান তামান্না

প্রাইম ভিশন ডেস্ক »

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা সম্প্রতি সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। দিনকয়েক আগেও এ তারকা জুটি পরস্পরকে চোখে হারাতেন। আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। তাহলে এমন কী হলো তাদের মধ্যে, যা তারা এখন হাতে হাত রাখা তো দূরে থাক— একে অন্যের মুখ পর্যন্ত দেখতে নারাজ?

বিজয় ভার্মা কিংবা তামান্না ভাটিয়া— কেউ-ই তাদের বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এর মধ্যেই অভিনেত্রী জানালেন আরও ভালো হওয়ার কথা।

তামান্না ভাটিয়া তাহলে কি পরোক্ষভাবে তার ও বিজয়ের প্রেমভাঙায় ‘সিলমোহর’ দিলেন। এর পাশাপাশি তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সেই ইঙ্গিতও কি দিয়ে রাখলেন?

একটি সূত্রের দাবি— বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল বিজয় ভার্মা ও তামান্না ভাটির মধ্যে। অভিনেত্রী বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে ভালোবাসার ওপর আস্থা হারাননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।

তিনি বলেন, আমাকে যাতে উলটো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়