রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতাদর্শককে ভিন্ন কিছু দিতে চাই : তাসনিয়া ফারিণ

দর্শককে ভিন্ন কিছু দিতে চাই : তাসনিয়া ফারিণ

প্রাইম ভিশন ডেস্ক »

তাসনিয়া ফারিণ বর্তমানে শোবিজ অঙ্গনের এক বহুমাত্রিক মুখ। তিনি শুধু অভিনেত্রী হিসেবেই নয়, মডেল, গায়িকা ও উপস্থাপক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও তিনি ধীরে ধীরে অভিনয় ও অন্য শিল্প মাধ্যমে দারুণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এ কারণেই অনেকে বলেন, ‘ফারিণ মানেই ভিন্ন কিছু’।

চলতি বছর তার ক্যারিয়ার যেন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। সিনেমা, ওয়েব ফিল্ম, নাটক কিংবা লাইভ অ্যাওয়ার্ড শোর উপস্থাপনাÑ সব ক্ষেত্রেই তার সরব পদচারণা তাকে সমসাময়িক প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকাদের কাতারে নিয়ে এসেছে। দর্শক-সমালোচক উভয়ের কাছেই তিনি এখন আলাদা করে আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমা দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন ফারিণ। গত কোরবানির ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছিল। এরপর ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার পর সিনেমাটি নতুন দর্শকশ্রেণির মনোযোগ কাড়ছে। এই সিনেমায় ফারিণ অভিনয় করেছেন একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার চরিত্রে। চরিত্রটির জন্য তাকে শারীরিক প্রস্তুতি থেকে শুরু করে মানসিক দৃঢ়তাও অর্জন করতে হয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ কাজটি তার জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ, যেখানে নতুনভাবে দর্শক তাকে আবিষ্কার করেছে।

সিনেমাটির ওটিটি যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনসাফ যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, অভিনেত্রী হিসেবে শুরু থেকেই এটিই ছিল চাওয়া। চরকিতে মুক্তি পাওয়ার পর এটি সবার হাতের মুঠোয় এসেছে। দেশ ও দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি এখন দেখছেনÑ এটি সত্যিই আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির কথা যেমন মুখে মুখে ছড়িয়েছিল, ওটিটিতে মুক্তির পর এমনটি হচ্ছে।’

ফারিণের ক্যারিয়ারের বৈচিত্র্য এখানেই সীমাবদ্ধ নয়। তিনি নিয়মিত মডেলিং করছেন, বিজ্ঞাপনচিত্রে উপস্থিত হচ্ছেন, আবার গানের জগতেও নিজের স্বরভঙ্গি দিয়ে চমক দেখাচ্ছেন। পাশাপাশি উপস্থাপক হিসেবেও তার আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কাড়ছে। একাধারে এতগুলো মাধ্যমে দক্ষতা দেখানো তার মতো শিল্পীর সংখ্যা হাতে গোনা। গত বছর ‘রঙে রঙে রঙিন হবো’ দিয়ে গানের অভিষেক হয় তার। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এ গানটি প্রচার হওয়ার পর সংগীতশিল্পী হিসেবে তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। গানে তার সহশিল্পী ছিলেন তাহসান খান।

গত বছরের শেষের দিকে ফারিণ ঘোষণা দিয়েছেন নতুন গান প্রকাশের কথা। কথা রাখলেন তিনি। চলতি বছর শেষের দিকে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তারকা সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। ফারিণ জানান, গানটি নিয়ে তিনি দারুণ আশাবাদী। তিনি বিশ্বাস করেন, গানটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেবে। অভিনেত্রী তাসনিয়া ফারিণ কাজের ফাঁকে ভ্রমণেই খুঁজে নেন স্বস্তি। প্রকৃতির সান্নিধ্যই তার প্রিয় অবসরসঙ্গী। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মনোরম স্কাদার লেক থেকে, যা মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তে অবস্থিত। লাল শাড়িতে নৌকাভ্রমণের ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফারিণের ভাষায়, ইউরোপ মানেই শুধু জনপ্রিয় দেশ নয়, বরং পর্যটকদের ভিড়ের বাইরে থাকা দেশগুলোতেও খুঁজে পাওয়া যায় ভিন্নরকম প্রশান্তি। মন্টেনেগ্রো ও আলবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, খাবার আর নির্জন পরিবেশ তার ভ্রমণ-অভিজ্ঞতাকে করেছে অনন্য। সম্প্রতি প্রথমবারের মতো উপস্থাপক হিসেবেও দর্শকের সামনে এসেছেন তিনি। একটি জাতীয় দৈনিকের আয়োজিত অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করে তিনি নতুন অভিজ্ঞতা অর্জন করেন। ফারিণ জানান, অভিজ্ঞতাটি ছিল আনন্দঘন এবং ভিন্নধর্মী। সবকিছুর পরও তিনি অভিনয়কেই প্রাধান্য দিতে চান। কাজ বেছে করার কারণ জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দর্শককে সব সময় ভিন্ন কিছু দিতে চাই। হাতে আসা সব কাজ গ্রহণ না করে মানসম্পন্ন প্রজেক্ট বেছে কাজ করছি। এটি সত্যি, আগের তুলনায় এখন কম কাজ করছি। কিছুটা কম অভিনয় করলেও মানসম্পন্ন প্রজেক্টের দিকে মনোযোগ দিচ্ছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়