রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতাআনোয়ারায় সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু

আনোয়ারায় সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু হলো- জাহেদুল ইসলাম (১১)। সে একই এলাকার আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় জাহেদুলকে সাপ কামড় দেয়। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টায় পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, জাহেদুল ইসলাম নামে এক শিশুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়