রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতাফেব্রুয়ারিতে বিয়ে বিজয়-রাশমিকার?

ফেব্রুয়ারিতে বিয়ে বিজয়-রাশমিকার?

প্রাইম ভিশন ডেস্ক »

আট বছর ধরে সম্পর্কে রয়েছেন দক্ষিণি দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। দিনের পর দিন নানা গুঞ্জন চাউর হতে থাকলেও তারা কেউই সম্পর্কের বিষয়ে অস্বীকার করেননি।

এরমধ্যেই ৮ বছরের সম্পর্ককে প্রণয়ে রূপ দিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই দুই তারকা।

সদ্যই গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা। পূজার আবহেই অভিনেতার হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে আংটিবদল সেরেছেন তারা।
এরপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে বিয়ে কবে? শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসার মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন যুগল।

দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই বাগদান সম্পন্ন হলেও দুই তারকার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ব্যক্তিগত সময়টিকে তারা আলোচনার বাইরে রাখতে চান, তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
তবে বিজয় দেবেরাকোন্ডার টিম শনিবার সকালে ভারতীয় গণমাধ্যমকে তাদের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন। তবে এর বেশি কিছু আর জানান নি।

বাগদানের খবর ছড়াতেই আনন্দে ভাসছেন দুই তারকার অনুরাগীরা।

সমাজমাধ্যমে যেন শুভেচ্ছার প্লাবন। তারকাযুগলের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সবাই।
অনেকের ধারণা, এর আগেও যেহেতু এক বার বাগদান ভেঙেছে রাশমিকার, সম্ভবত সেই কারণেই এত গোপনীয়তা বজায় রাখছেন তারা।

এর আগে, ২০১৭-এর জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে রাশমিকার প্রথম বাগদান হয়। যদিও সেই বাগদান ২০১৮-র সেপ্টেম্বরে ভেঙে যায়।

সেই সময় শোনা গিয়েছিল, ২০১৮-র হিট ছবি ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন! জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩-এ। যখন তারা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়