রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮৪, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার

হাটহাজারীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮৪, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গেল মাসের ৮ তারিখ যোগদান করেন মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি যোগদানের পর থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত হাটহাজারী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৮৪ জনকে। এসময় মাদক, ধারালো অস্ত্র ও গাড়ী উদ্ধার করা হয়।

এর মধ্যে নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন, কাঃবিঃ আইনের ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে (জিআর) ৬ জন, নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কাঃবিঃ আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনালকোডের ২৯০ ধারায় ৫ জন ও পরোয়ানামূলে (জিআর সাজা) ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নাম্বারে নিবন্ধিত ১টি সিএনজি চালিত অটোরিকশা, টিপ গিয়ার ছুড়ি ৪টি এবং ধারালো লম্বা দা ৩টি উদ্ধার করে পুলিশ।

এছাড়া সম্প্রতি উদযাপিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে পুলিশ। হাটহাজারী থানাধীন প্রতিটা পূজামণ্ডপে পুলিশের তৎপরতা ছিলো লক্ষণীয়। নতুন ওসি যোগদানের পর পুলিশের অভিযান ও পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ দেখে জনমনে স্বস্তি দেখা গেছে।

দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে রটানো গুজবের খবর পেয়ে দ্রুত মণ্ডপ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া।

গ্রেফতার ও মাদক, ধারালো অস্ত্র এবং সিএনজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আমি শুধুমাত্র আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এসবে জনমনে স্বস্তি দেখা গেলেও আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ আমি আরো বেশি আশাবাদী। আগামীতে এরচেয়ে বেশি কাজ করার চেষ্টা থাকবে আমার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়