শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ড পৌর সদরের শেখনগর এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেল পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে ঢাকামুখী ঢাকা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হয়। এরপর শেখনগর এলাকায় অজ্ঞাতনামা লোকটি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। ঘটনস্থলে তিনি মারা যান।

লোহাগাড়া

লোহাগাড়ায় পুকুর থেকে আরিফুল ইসলাম (২৪) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মে) বিকেল ৩টায় সদর ইউনিয়নের সামমহাজন পাড়ার এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ উপজেলার আধুনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মো. জিয়াবুল মেস্ত্রির পুত্র।

নিহতের পিতা মো. জিয়াবুল জানান, তার ছেলে সদর ইউনিয়নের পুরাতন থানা গেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করত। সে দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভুগছিল। ঘটনারদিন সকালে ঈদের নামাজের পূর্বে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ দোকানে ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়।

এক পর্যায়ে পুকুরের ঘাটে তার ছেলের কাপড় দেখতে পান। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়