বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeমুল পাতাদেশ ছাড়তে চেয়ে দিল্লি আদালতে জ্যাকলিন

দেশ ছাড়তে চেয়ে দিল্লি আদালতে জ্যাকলিন

প্রাইম ভিশন ডেস্ক »

দেশ ছাড়ার অনুমতি নেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। ২০০ কোটি তছরুপের মামলায় জড়িয়ে পড়ে নায়িকার ‘বন্ধু’ সুকেশ চন্দ্রশেখর। তারপর থেকে একাধিকবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অব ইন্ডিয়ার (ইডি) অফিসে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি। তাই তো ভারতের বাইরে পা রাখার অনুমতি নিতে ফের দরখাস্ত করতে হল তাকে।

এএনআই থেকে পাওয়া খবর অনুসারে, দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছেন তিনি। যাবেন আবুধাবি। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের। যদিও আদালত অনুমতি না দিলে দেশ ছাড়তে পারবেন না তিনি। সঙ্গে ফ্রান্স আর নেপাল যাওয়ার কথাও আছে তার।

গত বছরই জ্যাকলিনকে দুবাই যাওয়ার পথে আটকে দেওয়া হয় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময় তার নামে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। বেশ কয়েকবার ম্যারাথন জেরাও করা হয়েছে তাকে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা খতিয়ে দেখার জন্য।

সম্প্রতি জ্যাকলিন ইডিকে জানিয়েছেন, সুকেশের সঙ্গে প্রথম তার দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে। ‘বন্ধু’র পাঠানো প্রাইভেট জেটে করে তিনি সেইসময় চেন্নাই গিয়েছিলেন। এরপর ‘ব্যক্তিগত প্রয়োজনে’ সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান।

উপহারের ফিরিস্তিও পেশ করেন জ্যকলিন। জানান, গুচি আর শ্যানেলের তিনটি ডিজাইনার ব্যাগ, গুচির দুটো পোশাক, লুই ভিটোর জুতা আর দুটো হীরার কানের দুল নিয়েছেন তিনি। সুকেশ একটি মিনি কুপারও পাঠিয়েছিলেন জ্যাকলিনকে, যা তিনি ফেরত পাঠিয়ে দেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়