মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাযে কারণে ৪টি ওষুধের রেজিস্ট্রেশন বাতিল

যে কারণে ৪টি ওষুধের রেজিস্ট্রেশন বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

নিরাপত্তাজনিত কারণে ৪টি ঔষধের রেজিস্ট্রেশন বাতিল করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

বাতিলকৃত ওষুধগুলো হলো- র‍্যাবিপ্রাজল সোডিয়াম এনটেরিক কোটেড পেলেটস, ব্রোলেলেইন ৫০এমজি+, ট্রিপসিন ১এমজি ট্যাবলেট, অ্যানটাক্সানথিন আইএনএন ২এমজি এবং অ্যানটাক্সানথিন আইএনএন ৪এমজি।

ডিজিডিএ’র ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিজিডিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া সভায় ৪টি ভেটেরিনারি ঔষধও বাতিল করা হয়েছে।

ডিজিডিএ’র একজন পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এই ওষুধগুলোর সেফটি নিয়ে কিছু প্রশ্ন ওঠায় আমাদের ড্রাগ কন্ট্রোল কমিটি ঔষধগুলোর রেজিস্ট্রেশন বাতিল করেছে। এগুলো উৎপাদন বন্ধ থাকবে। ভেটেরিনারি ঔষধগুলো থেকে মানুষের শরীরেও অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্স হওয়ার ঝুঁকি থাকায় সেগুলোর লাইসেন্সও বাতিল করা হয়েছে।”

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়