প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে নগরের টেরিবাজার আল বায়ান নামে একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ৪৯ নেতাকর্মীদের মধ্যে ১৭ জন জামায়াতের পদধারী নেতা। এদের মধ্যে কোতোয়ালী থানা জামায়াতের আমীর ফরিদুল আলম (৪৭), প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন (৪৪) ও অর্থ যোগানদাতা টেরিবাজারের ব্যবসায়ী আবুল মনছুর (৫০) রয়েছেন। আর অন্যান্যদের মধ্যে রয়েছেন, সাইফুদ্দিন খালেদ, হুমায়ুন কবির, রাশেদুল করিম, মো. তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, নুরুল কবির ও এমদাদ উল্ল্যাহ।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামায়াতের নেতাকর্মীরা ওই হোটেলে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা আবুল মনছুরও রয়েছেন। দীর্ঘদিন ধরে জামায়াতের নানা নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তা করে আসছিলেন তিনি।
আটক নেতাকর্মীডের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের অনুমতি পেলে নাশকতার বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাহিদুল কবির।