সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeমুল পাতাভারত-বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারে গণমাধ্যম ভূমিকা রাখবে

ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারে গণমাধ্যম ভূমিকা রাখবে

বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রাইম ভিশন ডেস্ক »

ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে গণমাধ্যম ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা.রাজীব রঞ্জন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাটিভির ৬ষ্ঠবর্ষে পদাপর্ণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সমাজ গঠনে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে মিডিয়া একটি অংশ। গণমাধ্যম জনগণের খবর সরকারের কাছে পৌঁছে দেওয়া আবার দেশের উন্নয়নের খবর জনগণের মধ্যে পৌঁছে দিয়ে একটি সেতুবন্ধন তৈরি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ফেইক নিউজের কারণে মাঝে মধ্যে মানুষ বিভ্রান্ত হয়। তাই বিভ্রান্তি দূর করতে মূল ধারার গণমাধ্যমগুলোকে কাজ করতে হবে। মনে রাখতে হবে প্রোপাকান্ড ও ফেইক নিউজ দেশ ও জাতির ক্ষতি বয়ে আনে।

বাংলাটিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের সভাপতিত্বে ও সিনিয়র প্রতিবেদক বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন রেজা, সদস্য মনজুর কাদের মনজু,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, বাংলাটিভির শরাফত আলী রিচার্ড, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, জাহাঙ্গীর আলম, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এম এ হাশেম রাজু,চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ, ক্যাবল অপারেটর সিএমসিএল এর পরিচালক জসীম উদ্দিন, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম,আক্কাস উদ্দিন, হাজী মো.কামাল উদ্দিন, মনোয়ার হোসেন সজীব, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য,বাংলাটিভির বিসনেস রিপোর্টার হান্নান হায়দার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ইয়াসির আরাফাত, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য এস এম মোক্তার হোসেন লিটন, বঙ্গবন্ধু সৈনিক চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুননবী শাহেদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মো.জুনায়েদ, ২১ নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক, সাধারণ সম্পাদক শাহীন আলম, এশিয়ান টিভির পক্ষে নিজাম উদ্দিন খান, আরটিভির পক্ষে সাইফুল মাহমুদসহ অন্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়