বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeসংবাদইমরানের বিদায় ঘণ্টা বাজলো ?

ইমরানের বিদায় ঘণ্টা বাজলো ?

প্রাইম ডেস্ক »

আবারও অনাস্থা ভোটের মুখোমুখি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আদালতের রায়ের কয়েক ঘণ্টা পরই শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার রাতে এক টুইটে ইমরান লেখেন, “শুক্রবার আমি ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব। আমি সব সময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে।

বেঞ্চ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হবেন ইমরান খান।

গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের প্রস্তাবিত অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন।

তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এই অনাস্থা প্রস্তাব সংবিধান-বিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানি সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট পরিচালনা করতে পারবেন না তিনি।

এরপরই ইমরান খানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে রোববার রাতেই পাকিস্তান শীর্ষ আদালতে মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে তারই শুনানি শুরু হয়।

শুক্রবার রাতে পাঁচ জন বিচারপতি একমত হয়ে শনিবার অনাস্থা ভোট পরিচালনার রায় ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি