শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeসংবাদজাতিসংঘ মহাসচিবের ইউক্রেন সফরকালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

জাতিসংঘ মহাসচিবের ইউক্রেন সফরকালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

প্রাইম ভিশন ডেস্ক »

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরকালে দেশটির রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া।

কিয়েভের পশ্চিম অংশে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের রাজধানীতে এই ধরনের হামলা এই প্রথম বলে জানিয়েছেন শহরের মেয়র এবং সংবাদ সংস্থা এএফপি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক টুইট করে বলেন, “আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের সময় কিয়েভ শহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।”

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর শেভচেনকিভস্কি জেলার একটি ২৫ তলা আবাসিক ভবনের নিচ তলায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরমধ্যে একটির হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, তিনজন ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে গুতেরেসের এক ঘনিষ্ঠ সহযোগী বার্তা পাঠিয়ে জানান যে তারা নিরাপদে আছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের আগে রাশিয়া সফরেও যান জাতিসংঘের মহাসচিব। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দেখা করেন।

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে সাধারণ মানুষকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারের বিষয়ে তার সঙ্গে কথাও হয় পুতিনের। এই মধ্যস্থতার শর্তে পুতিন সম্মতি জানিয়েছেন বলেও জানা গেছে।

তবে পুতিনের সঙ্গে দেখা করার পর, রাশিয়াকে সরাসরি আক্রমণ করে বা যুদ্ধ বন্ধ করার বিষয়েও জোর দিয়ে কিছু বলতে শোনা যায়নি গুতেরেসকে।

রাশিয়া থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান গুতেরেস।

নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে তিনি জানান, “মস্কো সফর সেরে ইউক্রেনে পৌঁছেছি। সাধারণ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া, তাদের নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে আনা, এ সবই আমরা চালিয়ে যাব। যত তাড়াতাড়ি যুদ্ধ থামে, ততোই তা ইউক্রেন, রাশিয়া এবং সর্বোপরি পৃথিবীর জন্য মঙ্গলকর।”

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়