বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকআফ্রিকার ৬টি দেশ ভ্যাকসিন উৎপাদন করবে

আফ্রিকার ৬টি দেশ ভ্যাকসিন উৎপাদন করবে

প্রাইম ডেস্ক »

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, ছয়টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য বেছে নেওয়া হয়েছে। মহাদেশটির বেশিরভাগ দেশ ভ্যাকসিন সুবিধার বাইরে রয়েছে।
মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়াকে ডব্লিউএইচও’র গ্লোবাল এমআরএনএ ভ্যাকসিন হাব থেকে প্রযুক্তির প্রথম প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়, যাতে আফ্রিকা কোভিড এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নিজস্ব ভ্যাকসিন তৈরি নিশ্চিত করতে পারে।

ইইউ-আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে এক অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেন, “আফ্রিকার ৮০ শতাংশের বেশি মানুষ এখনো একটি ডোজ পায়নি। ভ্যাকসিন উৎপাদনের বেশিরভাগ কয়েকটি উচ্চ আয়ের দেশে কেন্দ্রীভূত হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।”
তিনি বলেন,“কোভিড-১৯ মহামারির সবচেয়ে সুস্পস্ট শিক্ষা হলো বিশেষ করে নিন্ম ও মধ্যম আয়ের দেশগুলোতে টিকার স্থানীয় উৎপাদন বাড়ানো জরুরি।”

মহামারিকে পরাস্ত করার জন্য টেড্রোস ভ্যাকসিনের ন্যায়সংগত সুবিধা নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, ধনী দেশগুলোর ভ্যাকসিন নীতির কারণে অন্যান্য দেশগুলো টিকাদানে পিছিয়ে আছে।
বর্তমানে আফ্রিকার ১৩০ কোটি লোকের মাত্র ১ শতাংশ ভ্যাকসিন পেয়েছে। হু গত বছর স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে দক্ষিণ আফ্রিকাকে গ্লোবাল এমআরএনএ প্রযুক্তি সহায়তা দেয়, যাতে নিন্ম ও মধ্যম আয়ের দেশগুলো নিজেদের ভ্যাকসিন উৎপাদন করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি