প্রাইম ডেস্ক »
ইউক্রেন সীমান্তের কাছাকাছি আরও কিছু এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। স্যাটেলাইট ছবিতে এমনটাই দেখা গেছে।
এদিকে আক্রমণের শঙ্কায় ইউরোপীয় বেশকয়েকটি বিমান সংস্থা ইউক্রেনমুখী বিমানের ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া কমানো হয়েছে ফ্লাইটের সংখ্যা। সোমবার ইউক্রেন সংকট নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
ইউক্রেন সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা প্রবল মনে হচ্ছে।
রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে মধ্যস্থতা করেন। তবে হোয়াইট হাউস বলেছে, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ না করে তবেই এই আলোচনা হবে। যদিও
আলোচনার এই প্রস্তাবও ইউক্রেন আক্রমণের ব্যাপারে ওয়াশিংটনের শঙ্কায় তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি। কারণ হিসেবে হোয়াইট হাউস বলছে, ‘খুব শিগগিরই পূর্ণ মাত্রায় ইউক্রেনে আক্রমণের জন্য’ ক্রেমলিনের প্রস্তুতি অব্যাহত আছে।