শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকরাশিয়ার ৫ ব্যাংক ও ৩ ব্যক্তির সম্পদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার ৫ ব্যাংক ও ৩ ব্যক্তির সম্পদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার ৫ ব্যাংক ও ৩ ব্যক্তির সম্পদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে এ নিষেধাজ্ঞা জারি করেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

পাঁচ ব্যাংক হলো-রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ও ব্ল্যাক সি ব্যাংক। এছাড়া রাশিয়ার তিনজন ব্যক্তির সব সম্পদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন-গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ।

তবে এই ৫টি হলো রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংক। এছাড়া যুক্তরাজ্যে থাকা তিন ব্যক্তির সকল সম্পদ জব্দ অবস্থায় থাকবে। তারা যুক্তরাজ্যে যাতায়াত করতে পারবেন না। এমনকি যুক্তরাজ্যের কোনো নাগরিক তাদের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে বা সম্পর্ক রাখতে পারবেন না।

এছাড়া রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যুক্তরাজ্য এবং তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়