রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকযুদ্ধে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত, দাবি ইউক্রেনের

যুদ্ধে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত, দাবি ইউক্রেনের

প্রাইম ডেস্ক »

চলমান রক্তক্ষয়ী সামরিক সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন । শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ‘রাশিয়ার সৃষ্টির পর থেকে কোনো সশস্ত্র সংঘাতে দেশটি এত বেশি হতাহতের শিকার হয়নি।’

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেন, সামরিক সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৩১৬ জন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা পশ্চিম দিক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে অবরুদ্ধ করেছে। এছাড়া কিয়েভের বাইরে হোস্টোমেল বিমানবন্দর তারা দখল করে নিয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিজ্ঞা করেছেন, তিনি কিয়েভেই অবস্থান করবেন। পরিবারও দেশ ছেড়ে পালাবে না।

এছাড়া তিনি বলেন, শত্রুরা তাকে টার্গেট লিস্টের এক নম্বরে রেখছে। এরপরের নম্বরে আছে আমার পরিবার।

এদিকে অগ্রসর হতে থাকা রুশ সেনাবাহিনীর বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মলোটভ ককটেল বা পেট্রল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন সোহেল তাজ

হঠাৎ আলোচলায় দীপিকা-কঙ্গনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়