বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকরুশ পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে পুতিনের আদেশ

রুশ পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে পুতিনের আদেশ

প্রাইম ডেস্ক »

রাশিয়ার পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা।

এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট দেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন।

ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি ‘অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে’ এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই। রাশিয়ার হামলায় এর মধ্যে ইউক্রেনে মৃত্যুর সংখ্যা কয়েকশ ছাড়িয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়