রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeসংবাদআন্তর্জাতিককলকাতায় গেস্ট হাউসে আগুন, বাংলাদেশি নিহত

কলকাতায় গেস্ট হাউসে আগুন, বাংলাদেশি নিহত

প্রাইম ডেস্ক »

শনিবার ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে।এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ফ্রি স্কুল স্টরিটের গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরস, তার বয়স ৬০ বছর।

আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভব হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

আরেকটি সংবাদপত্র জানিয়েছে, ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।

মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়