প্রাইম ডেস্ক »
ইউক্রেনের মারিওপোল শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। ওই শহরে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া সেখান থেকে বেসামরিক মানুষ রাশিয়ার হামলার কারণে অন্য জায়গায় সরেও যেতে পারছেন না বলে অভিযোগ। এর মধ্যে অবরুদ্ধ এ শহরে রাশিয়ার চালানো ধ্বংসযজ্ঞের ছবি সামনে এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার হামলায় অবরুদ্ধ ওই শহরের আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল। সেখানে নিহতদের গণকবরে সমাহিত করার খবরও মিলেছে।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলে ৪ লাখ মানুষের বসবাস। বেশ কয়েকদিন ধরে এ শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা।
মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বলেছেন, শহরে ইতোমধ্যে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। এখানে বিদ্যুৎ, পানি সরবরাহ, শরীর গরমের ব্যবস্থা নেই ও স্যানিটারি ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, মানুষ বরফ গলার পর তা পান করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া রান্না ও শরীর গরমের জন্য কাঠ কাটতে হচ্ছে তাদের।
মারিওপোল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। যদি এটি মস্কো দখল করতে পারে তবে দক্ষিণ-পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় থাকা তার সেনাদের মধ্যে একটি সংযোগ তৈরি করতে পারবে।