বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকচীনে ভবন ধসে নিহত অর্ধশতাধিক

চীনে ভবন ধসে নিহত অর্ধশতাধিক

প্রাইম ভিশন ডেস্ক »

চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে।গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে। তারপর থেকে কয়েক দিন ধরে চলা উদ্ধারকাজের পর আজ শুক্রবার সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজনকে ঘটনার পাঁচ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, হুনান প্রদেশের দুর্ঘটনাকবলিত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনটি ধসে পড়ে ২৯ এপ্রিল।

ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে। দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা ও স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়