শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকহঠাৎ ইউক্রেনে হাজির মার্কিন ফার্স্টলেডি

হঠাৎ ইউক্রেনে হাজির মার্কিন ফার্স্টলেডি

প্রাইম ভিশন ডেস্ক »

মা দিবস উপলক্ষ্যে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি সঙ্গে সাক্ষাৎ করে অপ্রত্যাশিত সফরে ইউক্রেন পৌঁছেছেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কঠোর গোপনীয় মধ্যে জিল বাইডেন ইউক্রেন সফর করেছেন বলে বিবিসি জানিয়েছে। তিনিই সর্বশেষ হাইপ্রোফাইল মার্কিনি যিনি ইউক্রেন সফর করলেন। এর আগে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলসি, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা লরেড লয়েড অস্টিন ইউক্রেন সফর করেছেন।

মার্কিন ফার্স্টলেডি ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ান গ্রাম থেকে গাড়িতে করে উজহোরোড শহরে যান বলে বিবিসি জানিয়েছে। সেখানে একটি স্কুলে তিনি ওলেনা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্কিন জনগণ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে, সেটা প্রকাশ করতেই এ সফর বলে জানান জিল বাইডেন। ইউক্রেন যুদ্ধকে ‘নিষ্ঠুর’ অভিহিত করে তা বন্ধের আহ্বানও জানান তিনি। এ সময় মার্কিন ফার্স্টলেডির ইউক্রেন সফর ‘সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেন ওলেনা জেলেনস্কি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়