প্রাইম ডেস্ক »
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নির্বাচনের জন্য নির্বাচন কমিটি (ইসি) গঠনের সার্চ কমিটি এখন পর্যন্ত ৩২৯জন প্রার্থীর নাম পেয়েছে।
আজ বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নাম, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন,”
তিনি জানান, বৈঠকের সময় সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন নির্বাচন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।
আগামীকাল আরেকটি বৈঠক হবে উল্লেখ করে তিনি বলেন, সব পরামর্শ মাথায় রেখে নাম নির্বাচনের পদ্ধতি ঠিক করবে কমিটি।
নির্বাচিতদের নাম প্রকাশ বিষয়ক বিশিষ্টজনদের দাবি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সব পরামর্শ বিবেচনায় নেওয়া হচ্ছে। সার্চ কমিটি এসব আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে”।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি গত ৬ ফেব্রুয়ারি নাম আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম জমা দেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছিল সার্চ কমিটি।