প্রাইম ডেস্ক »
খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে খাদ্য গুদাম তৈরির প্রশিক্ষণ নিতে ৩০ জন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব বাতিল করেছে পরিকল্পনা কমিশন।
এ তথ্য নিশ্চিত করে পরিকল্পনা কমিশনের সদস্য বেগম শরিফা খান জানান, প্রস্তাবনা মূল্যায়ন কমিটির (পিইসি) মঙ্গলবারের সভায় তাদের বিদেশ সফরের প্রস্তাবের নিন্দা করা হয়। সভায় জানানো হয়, দেশে ইতোমধ্যে খাদ্য গুদাম তৈরির প্রযুক্তি আছে এবং এ সফর ‘অপ্রয়োজনীয়’।
এর আগে, খাদ্য মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের জন্য ‘দেশের বিভিন্ন স্থানে নতুন খাদ্য গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রস্তাবনা পাঠায়। প্রস্তাবে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফরের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।
বর্তমানে দেশে খাদ্য বিভাগের অধীনে ৬টি সাইলো, ১২টি সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) এবং ৬৩৫টি এলএসডি (স্থানীয় সরবরাহ ডিপো) আছে। একনেকের অনুমোদন পেলে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে খাদ্য বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এছাড়া, এ প্রকল্পের জন্য প্রস্তাবিত ১০টি গাড়ির বিপরীতে পরিকল্পনা কমিশন ৩টি গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছে।