বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তে২০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

২০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

প্রাইম ডেস্ক »

নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির পঞ্চম বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে সংক্ষিপ্ত এ তালিকা করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন সাংবাদিকদের জানান, আজকের সভায় অনুসন্ধান কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু একটি সভায় চুড়ান্ত তালিকা প্রস্তুত হবে বলে জানান তিনি।

১০ জনের চুড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে সচিব বলেন, আগামীকাল রোববার বিকাল চারটায় পরবর্তী সভা হবে। আরো দু একটি বৈঠকের পর চুড়ান্ত তালিকা করা হবে। আজ বেলা সোয়া ১১টা থেকে প্রায় দুই ঘণ্টার এ বৈঠক করেন সার্চ কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়