রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয় যায়নি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজারের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়েও জানা যায়নি।
ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান বলেন, নীলক্ষেতের বই বাজারে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লাগে। আমাদের প্রায় ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আমাদের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজার কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গেছে।