বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeসংবাদজাতীয়ইসি গঠন : চূড়ান্ত হয়েছে ১০ জনের নাম, রাষ্ট্রপতির কাছে জমা বৃহস্পতিবার

ইসি গঠন : চূড়ান্ত হয়েছে ১০ জনের নাম, রাষ্ট্রপতির কাছে জমা বৃহস্পতিবার

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ করা ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ তালিকা হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে ৮টা পর্যন্ত বৈঠক শেষ ১০ জনের নাম চূড়ান্ত করার কথা জানায় অনুসন্ধান কমিটি। বৈঠক শেষে সুপারিশের ১০ নাম ও আনুষঙ্গিক কাগজপত্র সিলগালা করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ সার্চ কমিটি মিটিং শেষে ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির মিটিং শেষ, সিলেকশনও শেষ। সব কিছু তারা ফাইনাল করে ফেলেছেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে বৃহস্পতিবার জমা দেবেন এই তালিকা। এরপর মহামান্য রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে।’

গত ২৭ জানুয়ারি ইসি গঠনে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ সংসদে পাস হয়। এরপর ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করে দেন।

ছয় সদস্যের অনুসন্ধান কমিটির পরবর্তী সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব।

আইন অনুযায়ী, সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের নামের সুপারিশ রাষ্ট্রপতিকে জমা দেওয়ার কথা। সেই হিসাবে আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সময় রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়