বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeসংবাদজাতীয়কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ

কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ

প্রাইম ডেস্ক »

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
বুধবার কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এবং ওয়ারেসাত হোসেন বেলাল সভায় অংশগ্রহণ করেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নিমার্ণ, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের কাছ থেকে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষায়িত হাসপাতালগুলোয় মন্ত্রণালয়কে তদারকি করার জন্য সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলে জমিতে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় কর্মপারিকল্পনা তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর