প্রাইম ডেস্ক »
ইউক্রেনের বন্দরে আটকে পড়া বাংলাদেশের জাহাজটি যাতে সেখান থেকে নিরাপদে বেড়িয়ে যেতে পারে তার জন্য ‘সব রকম চেষ্টা’ চলছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস।
বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ দূতাবাস এ কথা জানিয়েছে।
এসময় তারা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে এবং নিহতের পরিবার-পরিজনের জন্য সমবেদনা জানিয়েছে।
দূতাবাস আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীগুলো লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের তথ্যের ভিত্তিতে তাদের অপারেশন পরিচালনা করে। তারা জানিয়েছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তার যোদ্ধারা নির্বিচারে গোলাগুলি চালায় এবং বেসামরিক নাগরিকদের জিম্মি করে “মানব ঢাল” হিসেবে ব্যবহার করছে। সন্ত্রাসীদের সনাতন এই কৌশলকেই তারা বেঁছে নিয়েছে।”
এদিকে বুধবার নিহত হাদিসুর রহমান ছিলেন বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রয়েছে। যুদ্ধের কারণে বন্দর থেকে বেড়িয়ে আসতেও পারছে না।
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের ফলে উদ্ভূত মানবিক সংকট সমাধানে এবং আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে বিশেষ হটলাইন চালু করেছে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যোগাযোগের নম্বরগুলো হলো: +7 495 498-34-46, +7 495 498-42-11, +7 495 498-41-09