শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeসংবাদজাতীয়সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের ত্রুটি থাকবে না: সিইসি

সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের ত্রুটি থাকবে না: সিইসি

প্রাইম ডেস্ক »

সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না বলে জানিছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সর্বপ্রয়াস ও সর্বশক্তি দিয়ে চেষ্টা করব অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের তৃতীয় দফার সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। ১১ জন ডাকে সাড়া দেননি।

সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা হবে। তবে আইন ও সংবিধানের অধীনে থেকেই কাজ করবে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, আমরা সংলাপ করছি, সংলাপের ফলাফল লিপিবদ্ধ করে, পর্যালোচনা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়