বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeসংবাদজাতীয়ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শান্তা আক্তারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ মামলার আসামিরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

এর আগে ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন।

জানা গেছে, তিন ছেলের মধ্যে বড় ছিলেন নিহত নাহিদ। অভাবের সংসারে ১০ বছর বয়সেই আয়ের পথ বেছে নিয়েছিলেন। তখন তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সর্বশেষ কাজ শুরু করেন একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর