রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeসংবাদজাতীয়বাড়তে পারে গরম

বাড়তে পারে গরম

প্রাইম ভিশন ডেস্ক »

আজ শুক্রবার থেকে গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ থেকে গরম বাড়তে পারে। ধারাবাহিকভাবে আগামী তিন চার দিন গরমের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণহ হতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বঙ্গোপসাগরে আবহাওয়ার ওই বিশেষ অবস্থার কারণে আকাশ থেকে মেঘ সরে যাচ্ছে। এর ফলে সূর্যরশ্মি বাধাহীনভাবে বাংলাদেশ ভূখণ্ডে পড়বে। এতে গরম বাড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে মেঘ কমে রোদের তীব্রতা বাড়তে পারে। যে কারণে গরম বাড়তে পারে। একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না হবে না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়